ময়মনসিংহ প্রতিনিধি:
রাসূলুল্লাহ (সা:) এর সীরাতকে জানবো,সন্ত্রাস-মাদকমুক্ত আলোকিত সমাজ গড়বো এই স্লোগানকে সামনে রেখে আস্ সীরাহ ফাউন্ডেশন ভালুকা এর ২৭ সদস্য বিশিষ্ট নব কমিটি গঠন করা হয়েছে।
২৯ নভেম্বর(শুক্রবার) সন্ধ্যায় সিটি গার্ডেন রেস্টুরেন্টে সকল সদস্য ও ইসলামপ্রিয় জনতার উপস্তিতিতে আস্ সীরাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা আশরাফুল আলম হাবিবী এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এক বছর মেয়াদি কমিটির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।
নতুন এই কমিটি মুহাম্মদ (সা:) এর সীরাত ও জীবন আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।
নব কমিটির সভাপতি মতিউর রহমান বলেন,নবী মুহাম্মদ (সা:) এর সীরাত সম্পর্কে জানা একজন আদর্শ মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। আর সীরাত সম্পর্কে সকলকে জানানোই হচ্ছে আমাদের এই কমিটির মূল লক্ষ্য।
নব কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন,আস্ সীরাহ ফাউন্ডেশন ভালুকা এর দায়িত্ব পেয়েছি এতে আমি আনন্দিত,সীরাত সম্পর্কে নিজে জানবো ও অন্যকে জানাবো এটাই এখন আমার মূল লক্ষ্য।