প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ
এইচপিভি ভ্যাক্সিনেসন ক্যাম্পেইন-২০২৪ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক
মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-
নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে বরগুনায় ভ্যাক্সিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগে শুরু হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে বরগুনায় চালু হয় ভ্যাক্সিন প্রদান কার্যক্রম।বরগুনায় ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৪৬ হাজার ৪ শত ৬৯ জন কিশোরীকে বিনা মূল্যে এ টিকা প্রদান করা হবে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, অনিরাপদ যৌন মিলনের কারণে জরায়ূ ক্যান্সার হয়ে থাকে। ১০ থেকে ১৪ বছরের প্রতিটি কিশোরীর এ টিকা নেয়া উচিত। পাশাপাশি কন্যা সন্তানদের টিকা নেয়ার ব্যাপারে অভিভাবকদেরও দায়িত্বশীল ভুমিকা নেয়া জরুরী।
বিশেষ অতিথি বরগুনার সিভিল সার্জন ডা: প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এইচপিভি কীভাবে এটি সংক্রমিত হয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টি করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এ কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.