এই শীতে শুষ্ক আবহাওয়ায় ঠোঁট নিয়ে দুশ্চিন্তা বাড়ে। অনেক সময় ঠোঁট শুষ্ক হতে হতে ঠোঁটের চামড়া ফেটে ব্যথাও অনুভূত হয়। বিশেষত নারীরা এ সমস্যায় ভোগেন বেশি।কারণ নারীদের সাজসজ্জায় কিছু থাকুক আর না থাকুক, ম্যাট লিপস্টিক থাকেই। তাই ঠোঁট ময়েশ্চারাইজড রাখার জন্য যত্ন নেওয়া আবশ্যিক হয়ে পড়ে।সপ্তাহে ১ দিন লিপ স্ক্রাব করে নিন। লেবুর রস, মধু, সামান্য চিনি দিয়ে ঘরোয়াভাবেই এটা বানিয়ে নিতে পারেন। বাজারে এখন লিপ স্ক্রাব পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।সারা বছরই যদি ঠোঁটে শুষ্কতা বা ফেটে যাওয়ার সমস্যা থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল বা জোজোবা অয়েল দিয়ে ঠোঁট হালকা ম্যাসাজ করে নিতে পারেন।ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে রেগুলার অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে। এটি ২০-৩০ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেলবেন। এতে শুষ্কতা কমবে।বাইরে থেকে এসে অয়েল ক্লেনজার দিয়ে ঠোঁট ক্লিন করবেন। খুব ভালোভাবে লিপস্টিক ক্লিন করে নেবেন। তারপর পানি মুছে নিয়ে লিপ বাম লাগাবেন।ভালো ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম ব্যবহার করুন। ক্ষতিকর কেমিক্যাল আছে এমন প্রসাধনী এড়িয়ে চলুন।