প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ
কাঠের ঘানি টানা জহুরুল-মিনা দম্পতি পেলো গরু,নগদ অর্থ ও বাজার সামগ্রী
মো: একরামুল হক, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘানি টানা অসহায় জহুরুল-মিনা দম্পতি পেলেন গরু,নগদ অর্থসহ বাজার সামগ্রী।বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের জহুরুল মীনা দম্পতিকে আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয় একটি ঘানি টানার গরু, নগদ অর্থ, নতুন পোশাক ও খাদ্য সামগ্রী।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন যুগ ধরে সাংসারের ঘানি টানার জন্য নিজের কাঁধে ও বুকে তেলের ঘানি টানছেন তাঁরা। তাঁদের শেষ সম্বল একটি গরু ছিল। দুই বছর আগে সেই গরুটি বিক্রি করে মেয়ের বিয়ে দেন। তাঁদের কষ্টে কথা শুনে পাশে দাঁড়ান সিরাজগঞ্জের মানবিক কর্মী মামুন বিশ্বাস। তার দেওয়া ফেইসবুক পোস্ট দেখে দেশ ও বিদেশের মানবিক মানুষেরা এই দম্পতির জন্য সহায়তা পাঠান। সেই অর্থে সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জহুরুল ও তার স্ত্রী মিনা বেগম।
অসহায় দম্পতি বলেন, আমাদের আর কেনো দুঃখ নাই। এখন আর কষ্ট করে বুক ও কাধ দিয়ে ঘানি টানতে হবে না। গরু, নগদ অর্থসহ বাজার পাইছি। এসময় তারা ফেসইবুকের মাধ্যমে অর্থ দেওয়া প্রত্যেকের জন্য এবং মানবিক কর্মী মামুন বিশ্বাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মানবিক কর্মী মামুন বিশ্বাস বলেন, দম্পতির দূর্দশার কথা জানতে পেরে ফেইসবুকের মাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দিলে দেশ ও বিদেশের ভালোবসার মানুষগুলো এই সহায়তা পৌঁছে দিয়েছেন।আমি শুধু এ সহায়তা পৌঁছে দিয়েছি মাত্র।কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এ সহায়তা দিয়েছেন।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.