1. admin@dailyprovatpratidin.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা-৯ পুনর্বহাল না হলে মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে:- মনিরুল হক চৌধুরী আমার দেশ পুনঃ প্রকাশিত হওয়ায় ফরিদপুরে নগরকান্দায় আনন্দ মিছিল ফরিদপুরের নগরকান্দায় বস্ত্র বিতরণ করলো ভিপি নুরের গণঅধিকার পরিষদ নগরকান্দায় ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের উপর হামলা ও হত্যার প্রতিবাদ সাংবাদিক শাহ্জালাল মোল্ল্যার পিতার আজ ১৯ তম মৃত্যু বার্ষিকী  কুমিল্লায় মানবাধিকার কর্মীর উপর হামলাকারী আসামিরা ধোরাছোয়ার বাইরে  দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে নগরকান্দায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত নাসার প্রধান মহাকাশচারী এখন ঢাকায়

কুমিল্লায় মানবাধিকার কর্মীর উপর হামলাকারী আসামিরা ধোরাছোয়ার বাইরে 

সাকলাইন যোবায়ের,কুমিল্লা :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত

সাকলাইন যোবায়ের, কুমিল্লা :

জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কুমিল্লার স্থানীয়  মানবাধিকার কর্মী  ও  ব্যবসায়ি  মওদুদ আব্দুল্লাহ শুভ্র। ২০১৭ সাল থেকে শুরু করে  এখন পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছেননা।মানবধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যাবসায়ী  শুভ্র সম্প্রতি একটি অভিযোগ জমা দেন কুমিল্লা কোতোয়ালি থানায় ।   অভিযোগে জানা যায়, তিনি মানবধিকার কর্মী ও মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ও মওদুদ বিল্ডার্সের একক স্বত্বাধিকারী  ।  মামলায়  আসামীদের পক্ষের সক্রিয়  চেনা জানা লোকজন এই বিবাদীর মোবাইল নাম্বারে হুমকি প্রদান করে আসছে। অপরাধীরা বিভিন্নভাবে  মওদুদ শুভ্রকে  নাজেহাল, মারধরসহ চাঁদাদাবী করছে। এমনকি প্রকাশ্যে এসেও হুমকি ধমকি প্রদান করে।কুমিল্লা কোতোয়ালি  মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায়,  মওদুদ শুভ্র’কে হত্যার উদ্দেশ্যে উক্ত সন্রাসীরা ছুরিকাঘাত করে। তখন এই সন্ত্রাসী বাহিনীদেরকে তিনি পুরাপুরি সনাক্তকরতে না পেরে থানায় মামলা করতে পারা যায়নি এবং আসামীরা বেশীর ভাগ বিগত রাজনৈতিক   দলের নেতাদের অনুসারী হওয়ায় সকল স্থানে আধিপত্য বিস্তার করে আসত।পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থল এবং তারপরেও তাকে সক্রিয় ভাবে আহত করার পর পুণরায় এসে চাদা দাবি করায় আসামিদের চিহ্নিত করে অজ্ঞাতনামাসহ আরো কিছু আসামিদের বিরুদ্ধে মামলা দয়ের  করা হয়।নির্যাতিত মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরো জানান,মামলা দায়েরের পর প্রশাসন সহ যৌথ বাহিনী আসামিদের  গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।  আসামিরা পলাতক থাকায়,  আসামি পক্ষের পরোক্ষ লোকজন  ১০/১২  জন অচেনা  মানুষ  প্রতিনিয়ত বিভিন্ন ছদ্মবেশে  মোটর সাইকেল, প্রাইভেটকার ইত্যাদি দ্বারা  মওদুদ শুভ্র’র  চলাফেরা, গতিবিধি অনুসরণ করে হুমকি দেয়। চাঁদার টাকা না পেলে আমাকে যেকোন উপায়ে হত্যা, সহ গুম ও খুন করবে।  তারা মওদুদ শুভ্রকে   মিথ্যা মামলা দিয়ে এবং  অথবা তার পরিবার পরিজনদেরকে   যে কোন ক্ষয় ক্ষতি করবে বলে প্রকাশ্যে,মোবাইল ফোনে ও এস এম এস দিয়ে  আসছে । মওদুদ শুভ্র  যদি চাঁদার টাকা না দেয়,তাহলে যে কোন মুহুর্তে তার ও তার পরিবারের সদস্যদের সহ আপত্তিকর তথ্য বিভ্রান্তি সহ জান,মাল ও প্রানের যে কোন ধরনের ক্ষয় ক্ষতি করবে । ইতিমধ্যে তারা ভিক্টিম মওদুদ শুভ্রের ফেসবুক আইডি হ্যাক করেন ও নানাবিধ অপরাধের আশ্রয় নিচ্ছে বলে জানান তিনি।হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এড: সাইদ শাওন বলেন- মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। বিগত দিনও তাকে নানাবিধ ষড়যন্ত্র করে গুম খুন হত্যা করার চেস্টা সন্ত্রাসী সহ কিছু অন্যায়কারীরা করে আসছিলো। তার উপর এই রকম সন্ত্রাসী আক্রমন ও  বর্তমানেও উক্ত সন্রাসী মহল সহ যে বা যারা তার সাথে অপরাধের আশ্রয় অন্যায় করছে, কুমিল্লার  পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর উক্ত মামলার  আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ সকল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।তিনি আরো বলেন মওদুদ শুভ্র- একজন মানবাধিকার কর্মী, এতে তার মানবাধিকার সহ আইনি সুখাধিকার চরম মাত্রায় বিঘ্নিত হচ্ছে।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আজফাকুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি এখনো কোন ব্যাবস্থা গ্রহণ করা না হলে আমি কোতোয়ালির ওসির সাথে কথা বলব যেন মওদুদ আবদুল্লাহ শুভ্রর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে অপরাধীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়। এ বিষয়ে  কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন , পুলিশ এই মামলাটির আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।  তিনি জানান অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তারসহ তথ্য সুত্রে মুল আসামিকেও আইনের আওতায় আনা হবে।এই বিষয়ে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর