মোঃ সোহেল রানা খাঁন
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের মানুষের জীবন জীবিকা ও উপার্জনের অন্যতম মাধ্যম হলো কৃষি। আর এই প্রেক্ষাপটের কৃষকদের বলা হয় জাতির প্রান। এই কৃষকরা অনেক পরিশ্রম করে সোনার ফসল ফলানোর চেষ্টা করে এবং ক্ষুধার নিবৃত্তি ঘটায়।কৃষকের উৎপাদিত কৃষি, পণ্য রপ্তানি হয় বিদেশে, যার ফলে বাংলাদেশ শিল্পায়নের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে । দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করেছেন। সারাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষকদের সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া হরিনারায়নপুর ইউনিয়ন বিএনপির জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন বলেন , বিগত দিনগুলোতে যে সকল সাধারণ মানুষ বৈষম্যর শিকার হয়েছে তাদেরকে আমরা সঠিক ও ন্যায্য অধিকার দেওয়া হবে। এখানে বক্তব্যে আরো কিছু বিষয় উল্লেখ করে বলেন। আগেকার দিনগুলোতে স্বৈরাচারী শাসকের নির্দেশনায় এবং নির্দেশে এলাকা ভিত্তিক যে সকল আওয়ামী লীগ নেতাকর্মী ছিল কৃষকের ন্যায্য অধিকারগুলো তারা কৃষকদের পর্যন্ত পৌঁছাতে দেয়নি নিতান্তই তাদের চিহ্নিত পরিজন ছাড়া । এগুলো আর হতে দেওয়া যাবে না । প্রত্যেক এলাকায় ইউনিয়নের সকল কৃষক দের লিস্ট তৈরি করা হবে যাতে করে কোন কৃষক বঞ্চিত না হয়। কৃষি অফিসের প্রানোদোনা সার-বীজ সঠিকভাবে কৃষকদের পর্যন্ত পৌঁছে দিতে হবে যেগুলো আগে হয়নি কখনো।
মো:আরিফুর রহমান সুমন আহবায়ক জেলা কৃষক দল,কুষ্টিয়া।
এ্যাড:নুরুল ইসলাম নুরুল সদস্য সচিব জেলা কৃষক দল,কুষ্টিয়া।
খন্দকার মোমিনুল ইসলাম কাজিম আহবায়ক সদর থানা কৃষক দল,কুষ্টিয়া ।
আশরাফুল ইসলাম সদস্য সচিব সদর থানা কৃষক দল,কুষ্টিয়া।
আরো উপস্থিত ছিলেন তৃনমুলের কৃষক দলের সকল সদস্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।