গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর আহনাফ নিয়াত অনন্ত (১৭)। শুক্রবার (২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে আহনাফ নিয়াত অনন্ত ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। পাঁচটার দিকে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের হাসি ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোন গাড়ি তাকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আহনাফ নিয়াত অনন্ত মারা যান। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: অহিদুজ্জামান জানান, প্রাথমিক নিশ্চিত হওয়া যায়নি কোন গাড়ি চাপায় আহনাফ নিয়াত অনন্তের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে নিহতের মাথায় আঘাত কোন ছোট গাড়ির চাপায় নাও হতে পারে।হয়তো বড় কোন গাড়ির চাপায় তার মাথা থেতলে গিয়ে তার মৃত্যু হয়েছে। গাড়ি শনাক্তে কাজ করা হচ্ছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।