গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক তানিম সরকার (২০) নামে এক ছাত্রদল নিহত হয়েছে। তার সঙ্গী রোমান (১৮) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত রোমানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার(২১ আগস্ট) সকালে কাপাসিয়া-ভাকোয়াদী সড়কের বরুন গ্রামের জলপাইতলা ওকালতি মার্কেটের সামনে দূর্ঘটনাটি ঘটে। নিহত তামিম কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং একই ইউনিয়নের ভাকোয়াদী গ্রামের কবির হোসেন নিলুর পুত্র।সে গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র।স্বজনরা জানায়, সকালে তামিম সহকর্মীদের সঙ্গে ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানের জন্য মোটরসাইকেল যোগে ভাকোয়াদী গ্রামের বাড়ি থেকে রওয়ানা দেয়। বরুন গ্রামের জলপাইতলা ওকালতি মার্কেটের সামনে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এলাকাবাসি কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে।