ঝিনাইদহ ১৪ আগস্ট-৪ দফা দাবিতে ঝিনাইদহে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে।আজ বুধবার সকালে শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্ৰীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, শারমীন সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, এদেশের মাটিতে কোন স্বৈরাচারের জায়গা নেই। প্রতিটি অঙ্গনে রাষ্ট্রের সংস্কার করে ছাত্ররা ঘরে ফিরে যাবে ।