নগরকান্দায় বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের নিরহ মুসল্লিদের উপর উগ্র সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরচিত হামলা ও নৃশংস ভাবে কুপিয়ে ৪ জন তাবলীগ মুসল্লিকে হত্যা এবং একাধিক তাবলীগকে আহত করার প্রতিবাদে ও সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং নিহতের মাগফিরাত কামনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা নগরকান্দা উপজেলা মডেল মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগরকান্দা শীর্ষ স্হানীয় উলামা মাশায়েখ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা লিয়াকত আলী, নগরকান্দা বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আসাদুজ্জামান কাসেমী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা কাসিমুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি রুহুল আমিন , মদিনাতুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান,কারী মতিউর রহমান, কারী সাইফুল ইসলাম, মাওলানা হাসমত আলী প্রমুখ। বক্তারা ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনার দাবি জানান। সবশেষে ইজতিমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের দের হামলায় ৪ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।