ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।শনিবার প্রথম প্রহরে উপজেলার কোদালিয়া শহীদনগর বধ্যভুমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,নগরকান্দা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও নগরকান্দা উপজেলা বিএনপি।সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, সরকারি এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন খান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।