হাবিব হাসান:
আগামী পৌরসভা নির্বাচনে আসাদুজ্জামান চৌধুরী মাসুদকে মেয়র হিসেবে দেখতে চান ভালুকা পৌরবাসী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও জনসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
তাছাড়াও নেতাকর্মী ও দলের সর্মথকদের নিয়ে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। তবে পৌরবাসী বলছেন তিনিই যোগ্য ব্যক্তিত্বসর্ম্পন্ন ক্লিন ইমেজের একজন নেতা।
এ বিষয়ে আসাদুজ্জামান চৌধুরী মাসুদ দৈনিক প্রভাত প্রতিদিনকে একান্ত সাক্ষাৎকারে বলেন,আমি জন্মসূত্রে ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি পরিবারের সন্তান। আমি পৌরবাসীর কল্যানে কাজ করে যেতে চাই। আমি নগরপিতা নয় নগরসেবক হিসেবে কাজ করে যেতে চাই।
পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ফিরোজ আহম্মেদ বলেন, আসাদুজ্জামান চৌধুরী মাসুদ ভাই ক্লিন ইমেজের নেতা। আশা করি আসন্ন নির্বাচনে পৌরবাসী উনাকে মেয়রপদে নির্বাচিত করে একজন নগরসেবক হিসেবে গ্রহণ করে নিবে।
পৌর-ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আশিকুজ্জামান আশিক বলেন, আসাদুজ্জামান চৌধুরী মাসুদ ভাই একজন ক্লিন ইমেজের নেতা। তার মতো নেতা পৌরবাসীর জন্য অমূল্য সম্পদ,আশা করি আসন্ন নির্বাচনে পৌরবাসী ভোটের মাধ্যমে নির্বাচিত করে যথার্থ মূল্যায়ন করবে।