মো: একরামুল হক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারুয়া উন্নয়ন ফাউন্ডেশনের ব্যাটমিন্টন খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ।
১৪ ডিসেম্বর ( শনিবার) রাত ৮ ঘটিকায় নারুয়া উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া ঈদগাহ মাঠে এ ব্যাটমিন্টন খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই ফাউন্ডেশনের পরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলার সেক্রেটারি ডাঃ এস.এম মুনসুর আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এস.এম সালাউদ্দিন হাসিনুর সহ এলাকাসী।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘খেলা ধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে।
বর্তমান যুব সমাজ বিভিন্ন অনলাইন গেমিং ও নেশায় সাথে জড়িয়ে গেছে। তাই সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলা ধুলার গুরুত্ব অপরিসীম।’অবশেষে তিনি নারুয়া উন্নয়ন ফাউন্ডেশন কতৃপক্ষকে ধন্যবাদ দেন ও আগামীতে আরো ভালো ভালো কাজ করার আহবান জানান।