প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
পানিতে ডুবে এক মানসিক রোগীর মৃত্যু
মো: একরামুল হক, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে সুরুজ্জামান (৪৮) নামের একজন মানসিক রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাঁশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুরুজ্জামান উপজেলার বাঁশুরিয়া গ্রামের মৃত জমশের আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ্জামান আগে থেকেই মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন।বাঁশুরিয়া ও তেঘুরি রাস্তার পাশে নিজ ক্ষেতে কালাই তুলতে গিয়ে হঠাৎ খিচুনি উঠে তাঁর। পরে খিচুনি অবস্থায় রাস্তার পাশে জলাশয়ে পড়ে যান।পরে সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের সদস্যরা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ দৈনিক যায় যায় কালকে জানান,পূর্ব থেকেই সুরুজ্জামান মানসিক ও মৃর্গী রোগে আক্তান্ত ছিলেন। প্রায় সময় বাড়ির আশেপাশে নিজের ক্ষেত খামারে স্ত্রীকে সঙ্গে নিয়ে সব সময় চলাফেরা করতেন। তার স্ত্রীও তাকে কোন সময় একা বাহিরে বের হতে দিত না। তিনি তার খেতের শস্য তুলতে গিয়ে পাশের ডোবার পানিতে পরে মারা যান। তার মৃত্যুতে গ্রামে শোকের ছাড়া বিরাজমান করছে।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.