ডেস্ক রিপোর্ট :
গনমাধ্যমে ড. ইউনূসের একজন মুখপাত্র জানান যে শিক্ষার্থীদের অনুরোধ রাখতে সম্মতি জানিয়েছেন অধ্যাপক ইউনূস৷ এর আগে সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ছাত্র নেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন যে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূসকে চান তারা৷ তিনি বলেন, ‘‘ড. ইউনূসের সঙ্গে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হয়েছেন৷''
সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷ প্রফেসর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ এসময় তার সঙ্গে আরো দুজন সমন্বয়ক উপস্থিত ছিলেন৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গভীর রাতের ঘোষণার পর মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস৷ তার কার্যালয় ইউনূস সেন্টার গনমাধ্যমে নিশ্চিত করেছে এই তথ্য৷
এদিকে, প্রফেসর ইউনূস প্যারিসে ‘মাইনর ট্রিটমেন্ট' শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র৷আরাফাতুল ইসলাম