বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে নগরকান্দা উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় রোজিনা আক্তার অরন্য এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোশ্বামী,উপজেলা প্রাথমিক শিক্ষকা কর্মকর্তা রওনক আরা,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন মোল্লা, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, মনোহরপুর মাদ্রাসার সুপার মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষক দিবসে গুণিজন শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।