"ভরবো মাছে মোদের দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ"দেশ জুড়ে চলছে সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ। দিবসটি উপলক্ষে ফরিদপুর নগরকান্দা উপজেলায় বুধবার ৩১(জুলাই) সকালে পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মাছের পোনা হবমুক্ত করেন অতিথিরা।
উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও দূষণ বন্ধের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান কাজী শাহ্ জামান বাবুল ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্ ,মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা পারভীন (মনি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।পরে শ্রেণীভেদে সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করেন।