ব্রাদার্স ক্লাব ভালুকার আয়োজনে মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিঞা স্মৃতি ফুটবল টুনামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে ২ নং ওয়ার্ড,ভালুকা পৌরসভা।
শুক্রবার সন্ধ্যায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে ১-০ গোলের ব্যাবধানে ৩নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২ নং ওয়ার্ড। ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে অর্থাৎ ৫৪’ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে দেন ২নং ওয়ার্ড এর ফরওয়ার্ড বাঁধন।
২ নং ওয়ার্ড ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক হুজ্জাতুল তৌহিদ বাবু বলেন,আমাদের ছেলেরা শতভাগ উজাড় করে দিয়েছে,তাই সাফল্য পেয়েছে। তাছাড়া ২নং ওয়ার্ড এর সমর্থকরা ছেলেদের উজ্জিবিত করার জন্য মাঠে উপস্থিত থেকে সমর্থন দিয়েছে,যা ইতিবাচক।
২ নং ওয়ার্ড এর সমর্থক হাবিব হাসান বলেন,খেলায় হার-জিত থাকবেই,এই খেলাধুলার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ২ নং ওয়ার্ড জয়লাভ করায় আমি খুব ই খুশি। ভবিষ্যতে ২নং ওয়ার্ড এর আরো অনেক ট্রফি দেখতে চাই।
পরে খেলোয়াড়দের মাঝে ট্রফি ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।