ব্যান্ড তারকা জেমস এমনিতে স্বল্পভাষী। খুব বেশি আয়োজনে তাকে দেখা যায় না। নিজের মতো থাকতে ভালোবাসেন দেশের ব্যান্ড সংগীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই তারকা। তবে এবার যেন তিনি নীরবতা ভাঙলেন। নিজের মতো করে শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিলেন।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। অফলাইন ও অনলাইনে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়েছেন বিনোদন অঙ্গনের অনেক তারকা। তবে এই আন্দোলন নিয়ে এবারই প্রথম নিজেদের মতো করে সাড়া দিলেন জেমস।
শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রোফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস। বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগরবাউলখ্যাত জেমস।
কোটা আন্দোলনে নিহতদের বিচার চেয়ে দাবির পক্ষে বর্তমানে মাঠে নামছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণির মানুষ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এখন পর্যন্ত কোটা আন্দোলনে নিহতের সংখ্যা সরকারি হিসাবে প্রায় দেড়শ।