প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৪, ৭:০২ পূর্বাহ্ণ
বন্যার্তদের ১দিনের বেতন দিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ
এম. শাহাবুদ্দিন, রাজশাহী:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) কর্মকর্তা কর্মচারীগণ বন্যায় ক্ষতি গ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ১দিনের বেতনের সমপরিমান ৮,৫৩,২০৬/- টাকা প্রদান করেন।
২৫ আগস্ট (রবিবার) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হল রুমে ১দিনের বেতন সমপরিমান অর্থের চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যান তহবিলে প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব), অতিঃ প্রধান প্রকৌশলী (চঃদাঃ) জনাব ড. মোঃ আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, সচিব মো যোবায়ের হোসেন বিএমডিএ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব নুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের সংশ্লিষ্ট জোন ও রিজিয়ন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর ১দিনের বেতন ত্রাণ ও পুণর্বাসন কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.