মো: একরামুল হক, সিরাজগঞ্জ :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রায়গঞ্জ দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সোমবার বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা সভা কক্ষে নয়া দিগন্তের রায়গঞ্জ উপজেলা সংবাদদাতা সোহেল রানার সভাপতিত্বে এবং নয়া দিগন্তের রায়গঞ্জ পাঠক ফোরামের সভাপতি এম আব্দুল্লাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজল, উপজেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, দৈনিক সংগ্রাম চলনবিল সংবাদদাতা আমিনুল ইসলাম হিরো, দৈনিক সকালের সময় রায়গঞ্জ প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, দৈনিক ভোরের চেতনা রায়গঞ্জ প্রতিনিধি লিটন গুন-সহ প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘সংবাদ পরিবেশনে নয়া দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল ‘দৈনিক নয়া দিগন্ত’। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেই দিগন্ত ছিল মেঘাচ্ছন্ন। বার বার বাধাগ্রস্ত হয়েছে পথ চলা। তবুও থেমে যায়নি পত্রিকাটি। বরং পাঠক প্রিয়তায় অনন্য উচ্চতায় আসীন হয়েছে। দৈনিক নয়া দিগন্তের নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনন্য। জাতির দৃষ্টি কেড়েছে বার বার।নয়া দিগন্তের বস্তনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের সংবাদ জগতে বিপ্লব ঘটুক তেমনটা প্রত্যাশা করি।