প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৮:০৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাবিব হাসান, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আনন্দ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে আবু সাঈদ জুয়েলের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মুর্শেদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক ফিরোজ আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করেন।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Copyright © 2025 প্রভাত প্রতিদিন. All rights reserved.