1. admin@dailyprovatpratidin.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা-৯ পুনর্বহাল না হলে মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে:- মনিরুল হক চৌধুরী আমার দেশ পুনঃ প্রকাশিত হওয়ায় ফরিদপুরে নগরকান্দায় আনন্দ মিছিল ফরিদপুরের নগরকান্দায় বস্ত্র বিতরণ করলো ভিপি নুরের গণঅধিকার পরিষদ নগরকান্দায় ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের উপর হামলা ও হত্যার প্রতিবাদ সাংবাদিক শাহ্জালাল মোল্ল্যার পিতার আজ ১৯ তম মৃত্যু বার্ষিকী  কুমিল্লায় মানবাধিকার কর্মীর উপর হামলাকারী আসামিরা ধোরাছোয়ার বাইরে  দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে নগরকান্দায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত নাসার প্রধান মহাকাশচারী এখন ঢাকায়

বাবার বাড়ি যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

প্রভাত প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

আল-আমিন,গাজীপুর প্রতিনিধি:

প্রায় ২ বছরের সংসার পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন করা হয়েছিল।রোজ শনিবার সকাল ৭.৩০মি (২৩ নভেম্বর)পরকীয়া প্রেম জড়িয়ে পালিয়েছে স্ত্রী এমনটি দাবি করছেন স্বামী ইসরাফিল।সোহাগী তার মায়ের সঙ্গে কথা বলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাবা বাড়িতে যাওয়ার উদ্দেশে অন্তঃপর তার বাবা বাড়িতে না গিয়ে তার পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে বলে ধারণা করছেন স্বামী ইসরাফিল।স্বামী বলেছেন, সংসার জীবন মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়। স্ত্রী টিক টকে আশক্ত ছিল,স্মার্টফোন কেনার বায়না ধরতো, পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এনজিও (বুরো বাংলাদেশ) থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ইসরাফিলের বোন জামাই রানার জন্য বাড়তে থাকে ঘরের টাংকে রাখা ছিল।টাংকের তালা খুলে টাকা নিয়ে চলে গেছে বলে দাবি করেছেন সোহাগী শশুর, শাশুড়ি আত্মীয়-স্বজন আরো সঙ্গে গহনা ছিল প্রায় ১ভরি ও প্রয়োজনীয় পোশাক একটি ব্যাগ সব কিছু নিয়ে উধাও হয়ে যায়।ইসরাইলের বাবা বারেক বলেন, আমি রাতে ৭/৮ দিকে আমার ছেলের বউ এর বাড়িসহ পাশে ২/১ টি‌ বাড়িতে খাঁজতে যায়। আমার বিয়াই মবব্বুল আমারে আসতে দেইনি পরেৎবলেন আপনি এখানে কেন এলেন এখন আমার মেয়েকে বের করে দিন। অন্তঃপর আমার মেয়ের জামাই রাত ১০ পর আমাকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়।ইসরাইলের মা জোছনা খাতুন বলেন, আমার পারিবারিক মধ্যবিত্ত তাই ইসরাফিল স্ত্রী তাদের আয় করার উদ্দেশ্যে স্বইচ্ছাই চাকরি নেন। বিপত্তি বাধে সোহাগী মা নার্গিস যখন এই বিষয়ে জানতে পারে মেয়ের যা বললেন মেয়েকে আমাদের বাড়ির থাকতে দিবেন বিয়ের পর থেকে এরকম ভাবে ভয় দেখিয়ে আসছিলেন।ইসরাইলের শাশুড়ি ফোন আলাপে মেয়ে আসার কথা স্বীকার করে। ১লক্ষ ৮০ হাজার টাকা নেওয়ার বিষয়ে সে জানে না এবং অস্বীকার করে। সোহাগীর স্বামী ইসরাফিল ঠিক মত সংসারের খরচ দিতে পারে না বলে দাবি করেন।স্ত্রী, সোহাগী (১৮) পিতা:মবব্বুল হোসেন মাতা: নার্গিস(লাল খাতুন) কাশর,ভালুকা,ময়মনসিংহ।উক্ত ঘটনায় শ্রীপুর মডেল থানায় ইসরাইলের মা জোছনা বেগম বাদী হয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) একটি অভিযোগ দায়ের করেন। ইসরাফিল (২২) পিতা: আব্দুল বারেক মাতা: জোছনা খাতুন গাজীপুর, শ্রীপুর, গাজীপুর।শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর