প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
বিশ্ব নবীর স্মরণে, ভয় করিনা মরণে স্লোগানে মুখরিত ভরাডোবা
হাবিব হাসান, ময়মনসিংহ :
বিশ্বনবী মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড হাইওয়ে রোডের উভয়পাশ পদক্ষিণ করে সকলেই বাজারে সমবেত হয়।
৪ অক্টোবর (শুক্রবার)বাদ আছর উপজেলার ভরাডোবায় বিভিন্ন এলাকা থেকে তাওহীদি মুসলিম জনতা,মাদ্রাসা শিক্ষক,মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থী এসে জমাবেত হয়। ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে ও নতুন বাসস্ট্যান্ড বাইতুল আমিরাত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবূ সাঈদ শামছীর সঞ্চালনায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।