ময়মনসিংহের ভালুকা উপজেলায় পাড়াগাঁও খানবাড়ি হাফিজুল উলুম জমিরিয়া কওমী মাদ্রাসার উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিল হতে যাচ্ছে।
আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাদ আসর হতে অত্র মাদ্রাসার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করবেন, পীরে কামেল শাইখুত তাফসির ওয়াল হাদিস, ফখরে বাঙ্গাল আল্লামা খুরশিদ আলম কাসেমী (আমির আজমতে সাহাবা বাংলাদেশ)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করবেন, মাওলানা খন্দকার মো. আবু রায়হান ওবাইদী, মুহতামীম কাঁঠালী ওবাইদীয়া মাদ্রাসা, ভালকা, ময়মনসিংহ।আরও ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ওয়াজ করবেন, সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মাও. মুফতি ইয়াহইয়া ( সুতারপুরী)। মাওলানা আনোয়ার হোসেন ( মুহতামীম, সৈয়দপুর এমদাদুল উলুম মাদ্রাসা, নবাবগঞ্জ-দোহার, ঢাকা)।হযরত মাও.মো.বায়েজিদ রহমান (রামপুরী), পেশ ইমাম ও খতিব, কৈতরবাড়ি জামে মসজিদ, ত্রিশাল, ময়মনসিংহ। মাওলানা নূরে আলম সিদ্দিকী, ইমাম দেবুনিয়া গ্রুপ, হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহ সহ আরও স্থানীয় ওলামায়ে কেরামগণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও বিএনপির ভালুকা উপজেলা শাখার সদস্য , মো. মুস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভালুকা উপজেলা শাখার বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. মোর্শেদ আলম।সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, সভাপতি অত্র মাদ্রাসা।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হবিরবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি, আলহাজ্ব আবু সাইদ জুয়েল।উক্ত ওয়াজ মাহফিলে সকলের উপস্থিতি কামনা করছেন পাড়াগাঁও খানবাড়ি হাফবজুল উলুম জমিরিয়া কওমী মাদ্রাসার কর্তৃপক্ষ।