প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
ভালুকায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
হাবিব হাসান,ময়মনসিংহ
১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এসময় ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক, গোলাম মোস্তফা রুবেল, মোসা. আশরাফিয়া খাতুন, মো. হাবিবুর রহমান, মিজানুর রহমান, হাফিজ উদ্দিন,ফেরদৌস, রমজান আলী, আফতাব উদ্দিন, জসিম উদ্দিন ও আনোয়ারুল হক দিলীপ, মোস্তাক আহাম্মেদ, পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.