প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
ময়মনসিংহে যুবদলের আনন্দ র্যালী
হাবিব হাসান,ময়মনসিংহ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট (শুক্রবার) বিকেলে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড হয়ে ভালুকা গফরগাঁও মহাসড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কেককাটা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ও ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা যুবদল, উপজেলা যুবদলের সহস্রাধিক নেতাকর্মী অংশনেয়।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.