গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় বাজার জনৈক জহুরুল ইসলামের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
(১১'ই ডিসেম্বর ২০২৪) বুধবার, সন্ধা ৭:টার সময় এ তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন আগুন নেভানো কাজ শুরু করেন। পরবর্তী সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও আগুনে, তবে গুদামে রাখা বেশির ভাগ তুলা পুড়ে যায়।
গুদামের মালিক জহুরুল ইসলাম বলেন, গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গুদামের ভেতর কয়েকজন কর্মচারী ছিলো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কর্মচারীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ততক্ষণে বেশির ভাগ তুলা পুড়ে যায় তবে কত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
আগুন লাগার বিষয়ে জানতে চাইলে, শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।