হাবিব হাসান,ময়মনসিংহ:
‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় তরুণ ও যুব সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়া প্রেমীদের মাঝে জার্সি উপহার দিয়ে যাচ্ছেন হুজ্জাতুল ইসলাম তৌহিদ (বাবু)।
এরই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলার ২নং ওয়ার্ডের তরুন ও যুব ক্রীড়া প্রেমীদের মাঝে শতাধিক খেলার জার্সি সামগ্রী উপহার দেন।
এ সময় হুজ্জাতুল ইসলাম বাবু বলেন, সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য তরুন ও যুব সমাজের মাঝে খেলার সামগ্রী উপহার হিসেবে দিচ্ছি। আমাদের জার্সি উপহার কার্যক্রম সহ অন্যান্য সকল কার্যক্রম চলমান থাকবে। মাদক একবারেই নয়,খেলাধুলায় মিলবে জয়।সমাজ গঠনে খেলার মাধ্যমেই মাদককে না বলতে হবে।
এ ব্যাপারে জাকির হোসাইন বাবু বলেন,আমার বন্ধু হুজ্জাতুল ইসলাম তৌহিদ যে উদ্যোগটি নিয়েছে তা তরুণ ও যুব সমাজকে খেলাধুলার প্রতি মনযোগী করবে,খেলাধুলার মাধ্যমেই আদর্শ জাতি গঠন করা সম্ভব,আমরা সকলেই তার পাশে আছি।
তায়েব ইবনে ফারুকী বলেন,মাদক পরিবার, সমাজ, দেশ ও জাতির অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সেই লক্ষে বাবু ভাই তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিনিয়ত ই কাজ করে যাচ্ছেন,তার এই কাজ সত্যিই প্রশংসার দাবিদার।