মো: একরামুল হক, রায়গঞ্জ,(সিরাজগঞ্জ) :
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে রায়গঞ্জে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে পাঁচটি গ্রামের অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে এলাকার অসহায়ও দরিদ্র দিনমজুরদের মধ্যে ন্যায্যমূল্যে তেল, ডাল, চিনি, ও চাল সরবরাহ করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে ৪৭০ টাকার বিনিময়ে ২ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, এবং ৫ কেজি চাল ক্রয় করার সুযোগ পান।পণ্য গ্রহণের জন্য জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড) অথবা টিসিবি কর্তৃক ইস্যুকৃত কার্ড ব্যবহার করতে হয়।
পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, এবং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত অসহায় ব্যক্তিরা জানান, টিসিবির এই পণ্যগুলো পেয়ে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন, বিশেষ করে বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের সময়ে। একজন গ্রহীতা বলেন, "টিসিবির পণ্যগুলো পেয়ে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি, কারণ বাজারে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমাদের ক্রয়ক্ষমতার বাইরে।"
ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ রানা অভিযোগ করে বলেন, “বিগত ১৫ বছরে এই পণ্যগুলো প্রকৃত অসহায় ব্যক্তিদের পরিবর্তে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হতো। তবে এবার আমরা নিশ্চিত করেছি যে প্রকৃত অসহায় এবং দরিদ্র মানুষরাই টিসিবির এই পণ্যগুলো পাচ্ছেন। যাদের একাধিক কার্ড ছিল, তাদের অতিরিক্ত কার্ডগুলো বাতিল করে তা হতদরিদ্র ব্যক্তিদের হাতে দেওয়া হয়েছে।”