প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ
রায়গঞ্জে বজ্রপাতে আকষ্মিকভাবে তিনটি গরুর মৃত্যু
মো: একরামুল হক, রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে বজ্রপাতে আকষ্মিকভাবে তিনটি গরুর মৃত্যু হয়েছে।
৯ই অক্টোবর (বুধবার) দুপুর ২ টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টির সময় উচ্চ আওয়াজে বজ্রপাত হয়।যার ফলে,খোলা আকাশের নিচে থাকা তিনটি গরু সেই বজ্রপাতে মারা যায়। মৃত গরু গুলোর মধ্যে একটি বগনা বাছুর ও দুটি গাভী ছিল।
মৃত গরুগুলোর মালিক হলেন মো: সাজা আলী (৫৬), আইয়ুব আলী (৩২) ও জাহিদুল ইসলামের (৪০) একটি করে মোট তিনটি।
বজ্রপাতে গরুগুলোর মৃত্যুতে তাঁরা কান্নায় ভেঙে পরেন। তাঁদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
গরুর মালিক জাহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমরা গরুগুলো ঘাস খাওয়ানোর উদ্দেশ্য বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বেধে রাখি। হালকা বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে। এ কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক ও দু:খজনক। যদিও এটি একটি প্রাকৃতিক বিপর্যয়। তবুও তিনি তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও বলেন, বজ্রপাতে (প্রাকৃতিক বিপর্যয়ে) কোন ব্যাক্তির ক্ষতি হলে নির্ধারিত ফরমে আবেদন করার মাধ্যমে ভুক্তভোগীর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.