মো: একরামুল হক, রায়গঞ্জ,(সিরাজগঞ্জ):
ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই অক্টোবর) বাদ জুমা ভুইয়াগাঁতী কেন্দ্রীয় শাহী জামে মাসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তাড়াশ রোডে এপেক্স হাসপাতালের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন এলাকার ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ তাওহীদি জনতা।
ভুইয়াগাতী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাও: মো: আ: মান্নান সাহেবের সভাপতিত্বে ও ভুইয়াগাতী মাদ্রাসা শিক্ষক মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জামায়াতে ইসলামীর রায়গঞ্জ থানা আমীর মাওঃ রুহুল আমিন জিহাদি।
তিনি বলেন,ভারতের পুরোহিত ইসলাম ও প্রিয় নবীকে কটূক্তি করে যে কথা বলেছে, সেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, কূটনৈতিকভাবে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদের ব্যবস্থা করুন।
সমাবেশ থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের দ্রুত শাস্তি দাবি করেছেন ধর্মপ্রাণ মুসলিম তাওহীদি জনতা।