1. admin@dailyprovatpratidin.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা-৯ পুনর্বহাল না হলে মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে:- মনিরুল হক চৌধুরী আমার দেশ পুনঃ প্রকাশিত হওয়ায় ফরিদপুরে নগরকান্দায় আনন্দ মিছিল ফরিদপুরের নগরকান্দায় বস্ত্র বিতরণ করলো ভিপি নুরের গণঅধিকার পরিষদ নগরকান্দায় ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের উপর হামলা ও হত্যার প্রতিবাদ সাংবাদিক শাহ্জালাল মোল্ল্যার পিতার আজ ১৯ তম মৃত্যু বার্ষিকী  কুমিল্লায় মানবাধিকার কর্মীর উপর হামলাকারী আসামিরা ধোরাছোয়ার বাইরে  দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে নগরকান্দায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত নাসার প্রধান মহাকাশচারী এখন ঢাকায়

শ্রীপুরে ধান কাটার আগেই জোর পূর্বক জমির দখল করে মাটির ফেলার অভিযোগ

আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

 

আল-আমিন,গাজীপুর প্রতিনিধি

জমিনের বৈধ দলিল যার জমিন তার। এই আইনকে উপেক্ষা করে জমি জবর্দখ খুলে নেমেছে মোহাম্মদ জসিম গন।গাজীপুরের শ্রীপুরে শৈলাট গ্রামে এমন একটি চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত। (৩ ডিসেম্বর) মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আঃ আজিজ (৬০) পিতা,হামেদ আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ কারি আঃ আজিজ বলেন,দীর্ঘদিন ধরে  ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট মৌজাস্থিত আর.এস ৩৬২নং খতিয়ানে ৩১৫৭নং দাগে ৪৭ শতাংশ জমির পৈত্রিক সূত্র জমির মালিক।

অভিযোগের বিবাদী ১। মো: জসিম উদ্দিন (৩৫), গিতা- অজ্ঞাত, পৈত্রিক বাড়ি নোয়াখালী,বর্তমান শৈলাট,শ্রীপুর,গাজীপুর। জসিম উদ্দিনের বিরুদ্ধে এই মর্মে অভিযাগ দায়ের করিতেছি যে, বিবাদী অত্যন্ত হারমাইদ, পরধন লুভি, দাঙ্গাবাজ ও জবর-দখলকারী প্রকৃতির লোক বটে।

শ্রীপুর উপজেলাধীন ০২নং শৈলাট মৌজাস্থিত আর.এস ৩৬২নং খতিয়ানে ৩১৫৭নং দাগে ৪৭ শতাংশ জমি হইতে রেকর্ডীয় মালিকের নিকট হতে খরিদ সূত্রে রেজিস্ট্রিকৃত দলিল মূলে মালিক থাকিয়া এবং রেকর্ডীয় মালিক হামেদ আলী শেখ এর উত্তরাধিকারী হিসাবে পৈত্রিক ওয়ারিশ সূত্রি মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত আছি। আমার মালিকানাধীন জমি বিবাদী পক্ষ অন্যায় ভাবে জবর দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গভির ষড়যন্ত্র ও পায়তারা করে আসতেছে।

ঘটনার ঘটে সকাল আনুমানিক ৯ টায় ঘটিকার সময় বিবাদীগণ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন ভাড়াটে লোকজনদেরকে সাথে নিয়ে জোর জবরদস্তি মূলক ভাবে আমার মালিকানাধিন জমিতে অনুপ্রবেশ করে ট্রাক ভর্তি মাটি এনে ফেলে ভরাট করে টিন কাঠ বাশ দিয়ে অবৈধ ঘর নির্মান করতে শুরু করে।

আঃ আজিজ বলেন,বিবাদীগণক নিষেধ করিলে বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে নির্মান কাজ করতে আরম্ভ করে। এসময় বিবাীরা আমাকে হুমকি দিয়া বলতে থাকে যে, আমি বাধা দিলে আমাকে মিথ্যা মামলায় ফাসাইয়া জেল হাজতে পেরন করবে কিংবা আমাকে হত্যা করে লাশ গুম করে রাখবে। বিবাদীগণের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমি নিজ জমিতে অবস্থান করা জীবনের ঝুকিতে পরিণত হয়েছে। এমতাবস্থায় ঘটনার বিষয়ে আমি গণ্যমান্য ব্যক্তিগণকে জানিয়ে যথাযথ সু-বিচার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আজকে আমি লিখতে অভিযোগ দায়ের করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর