নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদী।
আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদী। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীরত্বের প্রতীক সাভারে স্মৃতির এ মিনারকে ঘিরে সকল প্রস্তুতি শেষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সৌন্দয্যবর্ধনের ছোঁয়া ঢাকা-আরিচা মহাসড়কেও। বিজয় দিবসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনও। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কুটনীতিকসহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গন।