প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ
১ যুগের সমস্যা ১দিনে সমাধান;প্রশংসায় পঞ্চমুখ পৌর প্রশাসক জিসান
হাবিব হাসান,ময়মনসিংহ:
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভালুকা সরকারি কলেজের পশ্চিম পাশে বটতলা মাজার সংলগ্ন এই ময়লা স্তুপের জন্য জনসাধারণ ছিলো চরম ভোগান্তিতে। এক যুগের বেশি সময় ধরে এখানে অনিয়ম করে ময়লা ফেলা হতো।
ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও উৎকট গন্ধে পথচলা দায় ছিলো পথচারীদের। দীর্ঘদিন ধরে এমন জনদুর্ভোগ চললেও তেমন কার্যকর পদক্ষেপ ছিলো না ভালুকা পৌর কর্তৃপক্ষের।
সরকার পতনের পর এক প্রজ্ঞাপনে বাংলাদেশের সমস্ত চেয়ারম্যান ও মেয়রকে অপসারণ করা হয় এবং আরেক প্রজ্ঞাপনে প্রশাসন ক্যাডারকে দায়িত্ব দেওয়া হয়। সেই সুবাধে ভালুকা পৌরসভা প্রশাসক হিসেবে দায়িত্ব পান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।
দায়িত্ব পাওয়ার পর অবশেষে সেই ময়লার ভাগাড় ভালুকা পৌরসভার উদ্যোগে অপসারণ করেছেন পৌর প্রশাসক জিসান।
২২ আগস্ট (বৃহস্পতিবার) ময়লার স্তুপ অপসারণ করা হয়। সেই সঙ্গে অপসারণের পর ওই স্থানে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পৌর প্রশাসক জিসান জানান, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এই ময়লার ভাগাড়টি পরিষ্কার করার উদ্যোগ নেই। আশা করি, এই ময়লার স্তূপটি অপসারণ করা হলে সাধারণ জনগণ এবং পথচারী সহ এলাকাবাসী উপকার পাবেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আবর্জনার স্তূপটি অপসারণের জন্য সাধারণ মানুষ প্রশাসক জিসানকে ধন্যবাদ জানান।
Copyright © 2024 প্রভাত প্রতিদিন. All rights reserved.