গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আজ বুধবার (২৭ নভেম্বর) ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ এর (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে মাহবুব আলম উপজেলা যুব উন্নয়ন আফিসার দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণ কালে মাহবুব আলম বলেন, আমি এক দিনের জন্য হলেও ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।আগের চেয়ারম্যান কি করেছে আমার জানার দরকার নাই আমি নতুন করে শুরু করতে চাই।এই ইউনিয়ন পরিষদ এখন আমার এবং সর্বস্তরের জনগণ স্বার্থে কাজ করে যেতে চাই। আমি কাওকে এখন চিনিনা তবুও আমি সবাইকে আপন করে নিতে চায়।উক্ত মতবিনিময় সভায়,ইউনিয়ন বিএনপির পক্ষে থেকে শফিকুল ইসলাম (শফিক) ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ এর সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর নিবন্ধন, পেতে অনেক হয়রানির শিকার হতে হয়।উক্ত মতবিনিময় সভায় ২নং গাজীপুরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। ইউনিয়ন পরিষদের (সচিব) ইসমত আরা’সহ ইউনিয়ন পরিষদের কর্মচারী বৃন্দ। আরও এলাকার স্থানীয় জনগণসহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।