মো: একরামুল হক, রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) :
একজন মায়ের কোল আলোকিতকরে জন্ম গ্রহণ করে একটি শিশু।তেমনি ফিরোজ-রেবেকা দম্পতির ঘরে জন্ম নেয় ফুটফুটে পুত্র সন্তান রিফাত।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মো: ফিরোজ (সম্পদ) ও মোছা: রেবেকা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান রিফাত।
চোখের সামনে ছটফট করছে নাড়ি ছেড়াঁ ধন। আর গর্ভধারণী মা সেই সন্তানের পাশে বসে কাঁদছেন। এখন কান্নায় যেন তাঁর একমাত্র সম্বল। জন্মের পর থেকে মাথার পেছনে একটি ছোট বৃত্তের সৃষ্টি হয়। সেই বৃত্তটি এখন শিশু রিফাতের মাথায় ব্রেন টিউমারের পরিণত হয়ে বড় আকার ধারণ করেছে। দ্রুত রিফাতের মাথা থেকে টিউমারটি চিকিৎসার মাধ্যমে অপসারণ করতে হবে।কিন্ত তার চিকিৎসার টাকা জোগাড় করতে না পারাই অসহায় হয়ে মানুষের কাছে সহযোগীতা চাচ্ছেন শিশুটির বাবা-মা।হতদরিদ্র এই দম্পতির একমাত্র সন্তানের এমন রোগ হওয়ায় চোখে অন্ধকার দেখছেন তারা। শিশুটির বাবা ট্রাক চালক, মা গৃহিণী। শিশু রিফাতের চিকিৎসার জন্য প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন।
রবিবার সকালে সরেজমিনে কথা হয়, শিশু রিফাতের পরিবারের সঙ্গে।রিফাতের মা রেবেকা জানান,তিন মাস আগে তাদের ঘরে আসে রিফাত। তখন থেকেই মাথার পেছনে একটি ছোটো বৃত্তের সৃষ্টি হয়। আমরা প্রথমে ভেবেছিলাম ভালো হয়ে যাবে। কয়েকবার ডাক্তারও দেখিয়েছি। পরে টিউমার ধরা পড়ে। কিন্তু সময় যতই যাচ্ছে রিফাতের মাথার সেই টিউমার বেড়েই চলছে। ডাক্তার বলেছে দ্রুত তার এই টিউমার অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হবে।
এলাকাবাসী বলেন, সবার সহযোগিতায় সুস্থ পারে শিশু রিফাত। তাঁরা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে শিশু রিফাতের পিতা-মাতার পাশে দাড়াঁনোর আহবান করেন।শিশুটির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক দৈনিক আলোকিত সকালকে জানান, দিন দিন শিশু রিফাতের মাথার টিউমার বড় আকার ধারণ করছে। দ্রুত উন্নত চিকিৎসা করলে শিশুটিকে সুস্থ করে তোলা সম্ভব।