মো: একরামুল হক, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার্থে আন্ডারপাস ব্রিজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা ঘটিকায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার্থে (ঢাকা-বগুড়া) মহাসড়কের থানা রোডে আন্ডারপাস ব্রিজের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক খান, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, চাইন্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা: জাকারিয়া প্রমুখ।
এ সময় ইউনিয়নের জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি এবং পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রায় ১০টি গ্রামের মানুষ ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী এই রাস্তা দিয়ে পারাপার হয়। ফলস্রুতিতে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমন কি মানুষ মারা গেলে খাটিয়া নিয়ে যেতেও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। এই সমস্যা ও ভোগান্তির দ্রুত নিরসন চান তাঁরা।
মানববন্ধন চলাকালীন স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে। প্রায় ২ ঘন্টা ব্যাপি মানববন্ধনে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আন্ডারপাস ব্রিজ নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি তুলে নেন।