মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কেমামান জেলার বাতু পুতিহ এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। ওই এলাকায় আটকেপড়া সাতজন কর্মীকে উদ্ধার করেছে দমকলবাহিনী। তাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক । দীর্ঘ একটি দড়ি ব্যবহার করে আটকে পড়াদের নিরাপদে বের করে আনে দমকলকর্মীরা।স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে কামপুং বাতু পুতিহ এলাকায় বন্যায় আটকেপড়ার একটি জরুরি কল পেয়ে কেরতেহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১২ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছান। টানা ৩ ঘণ্টা উদ্ধার কাজ সম্পন্ন করে রাত ৮টার দিকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।দমকলবাহিনীর প্রধান খায়রুল হাসনি মোখতার জানান, দুই বাংলাদেশিসহ ছয়জন পুরুষ ও একজন নারী বাগান কর্মী ভোরে খামারে কাজ করতে প্রবেশ করে। কিন্তু বিকেলে বাড়ি ফেরার পথে বাগানের বাইরে নদীর পানি উপচে এক মিটার পর্যন্ত প্রবাহিত হতে শুরু করে, যার ফলে তারা সেখানে আটকা পড়েন। আটকেপড়াদের নিরাপদে বের করে আনতে দমকলকর্মীরা একটি দীর্ঘ দড়ি ব্যবহার করে।পানির স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা কঠিন হলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান কেরতেহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন প্রধান খায়রুল হাসনি মোখতার।