1. admin@dailyprovatpratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা-৯ পুনর্বহাল না হলে মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে:- মনিরুল হক চৌধুরী আমার দেশ পুনঃ প্রকাশিত হওয়ায় ফরিদপুরে নগরকান্দায় আনন্দ মিছিল ফরিদপুরের নগরকান্দায় বস্ত্র বিতরণ করলো ভিপি নুরের গণঅধিকার পরিষদ নগরকান্দায় ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের উপর হামলা ও হত্যার প্রতিবাদ সাংবাদিক শাহ্জালাল মোল্ল্যার পিতার আজ ১৯ তম মৃত্যু বার্ষিকী  কুমিল্লায় মানবাধিকার কর্মীর উপর হামলাকারী আসামিরা ধোরাছোয়ার বাইরে  দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে নগরকান্দায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত নাসার প্রধান মহাকাশচারী এখন ঢাকায়

দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা ও লুটজ উৎসব বন্ধ করার জন্য তীব্র আহব্বান।

প্রভাত প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত

এ.আর তুষার।

০৬আগস্ট, রাত ২টার অধিক। একরাশ দুশ্চিন্তার মধ্যদিয়ে প্রাণ প্রিয় ভাই-বোনদের উদ্দেশ্যে:-
আমরা সবে মাত্র স্বৈরশাসককে দেশ থেকে বিতারিত করেছি। তবে আমাদের প্রিয় মাতৃভূমি এখন পূর্ণ স্বাধীনতা অর্জন করেনি। দেশের অভ্যন্তর ও বাইরে থেকে এখন পর্যন্তও আমাদের এই রক্তক্ষয়ী অর্জনক্কে ছিনিয়ে নেওয়ার অক্লান্ত পরিশ্রম চলছে। আমার ভাইদের রক্তের মূল্য এভাবে আমরা হারিয়ে ফেলতে চাই না। আমাদের বিজয়ের পর থেকে আমার বারংবার মনে পড়ছে আব্রাহাম লিংকনের সেই ঐতিহাসিক উক্তিগুলোর মধ্যে একটি। যা ছিলো: আমার সন্তানকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় ও কিভাবে বিজয়ের উল্লাস করতে হয়। আমরা ভুলে গিয়েছি বিজয়ের উল্লাসের ধরণ। দেশ যখন তীব্র সংকট ও ষড়যন্ত্রের মুখে তখন আমরা মেতেছি ধ্বংসলীলা, নিজস্ব বিবাদের প্রতিশোধ ও নিগষ্ঠী বা ছোট সম্প্রদায়ের উপর নির্যাতনের উৎসবে। যেখানে আজকে রাতের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের অতি প্রয়োজন ছিলো কিন্তু তা গঠন করা হয় নি। সেখানে আমরা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ববাসীর নজরে নিয়ে আসছি। এতে করে জাতিসংঘের কাছে পৌছাচ্ছে যে, বাংলাদেশে সরকার পতনের পর এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এতে করে সেই ঘাতক সরকার যে সুযোগ পাচ্ছে না তা সহজেই ধারণা করা সম্ভব৷ তাই আমাদের প্রত্যেকেরই নিজ নিজ স্থান থেকে দেশ রক্ষার দায়িত্ব কাধে তুলতে হবে। দেশে আর কোনো সংকট বা বিশৃঙ্খলা সৃষ্টি নয়।এখন সময় এসেছে দেশকে ফুল বাগানের ন্যায় সুসজ্জিত করার। নয়তো সকলের এই পরিশ্রম চলে যাবে বৃথা। আমরা চাই না দেশে আবার সেই শ্বৈরাতন্ত্র ফিরে আসুক। সবাই বোঝার চেষ্টা করুন এই ক্ষণস্থায়ী লুটপাটে আপনি চিরকাল খেতে পড়তে পারবেন না। কিন্তু দেশ সঠিকভাবে পরিচালিত হলেই আপনি সত্যিকার অর্থে স্বাধীন।

উপস্থাপনে: এ.আর তুষার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর