ফরিদপুরের নগরকান্দা – পুরাপাড়া সড়কের বনগ্রাম বীর মুক্তিযোদ্ধা হিরু মোল্লার বাড়ির সামনে সড়কের পাশের মাটি ধসে যাওয়ায় যান চলাচলে যেকোনো সময় বিঘ্ন হওয়া সহ দুর্ঘটনা ঘটতে পারে।সড়ক দিয়ে প্রতিদিন চলছে ছোট বড় যানবাহন। উপজেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাতায়াত করার একমাত্র পথ নগরকান্দা -পুরাপাড়া সড়ক। সড়কের মাজ পথে রয়েছে পুরাপাড়া বাজার যেখান থেকে ঢাকা সহ বিভিন্ন শহর বন্দরে রপ্তানি হয় পেঁয়াজ। যানচলাচল দুর্ঘটনা এড়াতে জরুরী ভাবে একাজে সংস্কার প্রয়োজন মনে করছেন এলাকাবাসী। এবিষয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক বলেন সড়কের অবস্থা নিয়ে জানতে পেরেছি আমরা ইতিমধ্যে সড়কের কাজের বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষের জেলা এলজিইডি অফিসে পাঠানো হয়েছে।অনুমোদন প্রকল্প হাতে পেলে দূরত্ব কাজ করা হবে।